Reasons to See an Out-of-Network Therapist
Many people believe in-network therapy is always the most affordable option, but insurance networks often limit choice, flexibility, and quality of care. Choosing an out-of-network therapist isn’t a last resort it’s often a deliberate decision that leads to more personalized support and better outcomes.
Read More Here-: https://shorturl.at/fxwBZ
🎯 Feelings
আমাদের গ্রাম
নাজিম খান
সোনার গাঁয়ে জন্ম আমার/বেড়ে ওঠা তাতে
সকাল বিকাল বিচরণ করি/দিনে কিবা রাতে।
গাঁয়ের প্রান্তে বয়ে গেছে/ছোট্ট একটি নদী
'সাঙ্গু' হলো নাম তার/বয়ে যায় নিরবধি।
হট্টিটি ও গাংচিলের দেখা/তাতে কত পাই
বারেবারে নিঃশ্বাস নিতে/ওঠে শুশুক ভাই।
মেঠোপথ বেয়ে যেতে/দেখি শত পাখি
ঘুঘু পাখির বাকুম শুনি/সারি শিমের শাখী।
খেত বোঝাই কত ফসল/কিবা সোনালী ধান
পোকামাকড় গুনগুনিয়ে/শোনায় মায়ার গান।
চাষা ভাইয়ের মুখে হাসি/ফসল যদি ফলে
সেচের পানি ঝরে অঝোর/কত স্বচ্ছ নলে।
গাঁয়ে মোর আছে হেথা/বড়ো বড়ো ঘোনা
মাছেরা সেথা কিলবিলায়/যেন কাঁচা সোনা।
আসে সেথা পাহাড়ি পাখি/পরিযায়ী ও কত
পানকৌড়ি আর বক-হাঁসে/খায় পারে যত।
আঁকাবাঁকা রাস্তা বেয়ে/যখন করি গমন,
ছেলেবেলার স্মৃতিগুলো/মনে আসে স্মরণ।
তুমি কি যাবে মোর গাঁয়/যাবে মোর সনে?
গেলে সেথা দেখাব সবি/তোমা জনে জনে।
#কবিতা #নাজিমখান
Nazim Khan's Biography | #nazim Khan # NazimKhan # Nazim # Poet Nazim Khan # PoetNazimKhan