Happy Birthday Taniya Mahanta
Happy Birthday Taniya Mahanta
আমরা কফির কাপে স্বপ্ন সাজাই
কখনো তুমি কখনো আমি।
এ এক মজার খেলা আমাদের।
কখনো এক চুমুকে ইচ্ছামতি
তোমার কবিতায়
ঢেউ ওঠে নদীর জলে।
তোমার প্রেমিক চোখ আমাকে ছুঁলে
আমি কেঁপে উঠি বসন্তের নতুন পাতার মতো।
নিজেকে সামলানোর সকল চেষ্টা ব্যর্থ হয়,
যখন গভীর আবেগে কাছে টেনে নাও
নিবিড় আশ্লেষে ঠোঁট রাখো আমার ঠোঁটে।।।
আবার কখনো
এক চুমুকে সোনাঝুড়ি।
খোয়াই এর জোৎস্না রাত
মুখোরিত হয় তোমার বাঁশির সুরে।
বাউলের একতারা, দুর থেকে
ভেসে আসা মাদলের তাল।
সেই মায়াবি রাতে আমরা
জেগে থাকি চিরন্তন প্রেমের প্রতীক হয়ে।।
আমরা কফির কাপে স্বপ্ন সাজাই
কখনো তুমি কখনো আমি।
এ এক মজার খেলা আমাদের।।
দেবমিতা