কবিতা: অচিন পথ
কবি: নাজিম খান
ছন্দ: মাত্রাবৃত্ত
অচিন পথে হাটছি একা নেইকো কেউ পাশে,
মনের কথা মনে রইল কেউ না ভালো বাসে।
একা জীবন লাগছে ভালো কাটুক তবে একা,
মনের মতো কোনো মানবী পাইনে আমি দেখা।
অচল পথে চলছি তবু নেইতো কোনো মানে,
একাকিত্বের বিষাদ সুর বাজে আমার কানে।
চাঁদও দেখি আমার মতো একলা চেয়ে থাকে,
কখন জানি সজন এসে আগলে তারে রাখে।
এ ধরণীতে আমার মতো আছে কতক জীব,
একলা বসে তাকিয়ে রয় বিরাট কোনো দ্বীপ।
জীবন যায় যৌবন ধায়, এভাবে কাটে বেলা,
চাই এবার কাউকে পাশে করব না তো হেলা।
মনের মতো সুহৃদ তবু খুঁজে বেড়াই আজো,
কৃষ্ণ-ধলা খাটো-লম্বা যা ইচ্ছে তাই সাজো।
বয়স শুধু সংখ্যা গুনি ষাট কি ষোলো কুড়ি,
ভালোবাসায় সবি সমান কচি-জোয়ান-বুড়ি।

پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Debarna Banerjee
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Poulomee Bose
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Soham Sahoo
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Shaunak Basu
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Gaurab Mukherjee
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟