কবিতা: ভালোবাসা
কবি: নাজিম খান
ধরন: চতুর্দশপদী (সনেট)
ভালোবাসা মানে হলো শয়নে স্বপনে
একসাথে মিলেমিশে থাকার শপথ,
ভালোবাসা মানেই প্রকাশে বা গোপনে
আজীবন পাশে থাকার দেওয়া মত॥
ভালোবাসা মানে আগলিয়ে রাখা পাশে
সারাটা জনম কাটা হাতে হাত রেখে,
ভালোবাসা মানে খোঁজ রাখা প্রতি মাসে
ব্যথিত হওয়া তার নানা দুখ দেখে॥
এমন পিরিত জুটে ভাল্ যার ভালো
আজীবন জ্বলে তার জীবনের আলো,
সত্যিকারের ভালোবাসা আজ নেই
কলিজা ভুনা দিলেও বলবে তা কালো॥
রাগ-অভিমান নিয়ে ভালোবাসা গড়ে—
সবার তো পিরিতের প্রয়োজন পড়ে।

Kao
Komentar
Udio
Debarna Banerjee
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Poulomee Bose
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Soham Sahoo
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Shaunak Basu
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?
Gaurab Mukherjee
Izbriši komentar
Jeste li sigurni da želite izbrisati ovaj komentar?