প্রিয়ংবদা
- হিরেন্দ্র মান্ডি।
ওগো নারী তুমি
তুমি সেই মানব
যে আমাকে জাগায়
অন্ধকার মনে থেকে।
তুমি অনসূয়া গো
নেই কোনো হিংসা
নেই কোনো রাগ
তোমার ওই হিয়াতে।
যখন আমি দুঃখী
তুমি করো সুখী
তোমার ওই বচনে
মিষ্টি হাসি রেখে।
আশার আলো দেখতে
তুমি শিখিয়েছো আমাকে
সংসার তুমি আগলে রেখেছো
সুখের চাদরে ঢেকে।
#bengalipoem
Giống
Bình luận
Đăng lại