4 yrs ·Translate

***মহিমা অপার***
মহাকালের মহালয়ে হচ্ছে কতই সৃষ্টি স্থিতি আর লয়,
যুগ যুগ ধরে জীবন চেতনায় অমৃত সত্তারই হয় জয়,
নাই ভয়, নাই ভয় অমৃতপুত্র তোমার সত্তা সচ্চিদানন্দময় ৷
পরিনতি যখন পরিনত হয়ে জীবন আনন্দময়, সৃজন প্রগতি নব উদ্দমে করে জড়া ব্যধি আর মরনের করে ক্ষয় ৷
ভালোবাসায় পূর্ন হতেই চেতনা দিয়েছ হেদয়াময়,
জগৎ সংসার নয় কিম্ভূত কিমাকার নিরাকারে নিরাশ্রয়,
ঈশ্বর সার্থক সাকারে আশ্রয় দিতে তাই যুগে যুগে আবির্ভূত হয় ৷
পরমদয়াল প্রভূ পুরুষোত্তম সকলেরই সৎআশ্রয়,
শান্তি স্বস্তি তোমারই নামগানে তুমি অক্ষয় অব্যয় ৷
ধর্ম্মের গ্লানি হলে যিনি ধরায় আসি ভূভার হরিয়া লয় ,
নররূপে তিঁনি নারায়ন শ্রীহরি অমৃত বাণি কয় ৷

সনাতনে যে সুরতান বয় তাই ধরেই হয় মানুষের উদ্ধার,
মানুষের লাগি নেমে আসেন শ্রীহরি করিতে প্রেমের কারবার,
অজ্ঞ জীব মোরা বুঝি না প্রভূ তাই তুমি আসো বার বার ৷
কিসের মোহে ভ্রমে ভ্রামায়িত মহামায়ার এই মহাবিশ্ব সংসার ৷
অষ্টপাশে বদ্ধহয়ে আমরা অন্ধ দন্দে বলি আমার আমার,
চোখ বুজিলে পরেথাকে সব ভবের হাটবাজার, ভেবেদেখ মন কে তুমি আর কি কারনে এই জগৎ সংসার ৷
মর্তে মানুষ মত্ত হয়েছে করতে অজানা কারবার,
আত্ত তত্ত বিনা যায় না বুঝা দয়াময় কূলমালিক সকল জীবনের আধার ৷
জয়গুরু প্রণাম
চাঁদের দীপ্তি ১৬/০৯/২০২০

image