যার কাছে বত্রিশপাটি দাঁত বের করে হাসা যায়, খাওয়ার পর যার সামনে থালা চাটা যায় নিশ্চিন্তে, যার সামনে ঢিলেঢালা জামা পরা যায় , যার কাঁধে মাথা রেখে স্বস্তি পাওয়া যায়, গলা ভালো না জেনেও যার কাছে গলাছেরে গান গাওয়া যায়।😌 যার কাছে নিঃশ্বাস চেপে ভুরি লুকাতে হয় না,যার সামনে মেকাপ করে চোখের তলার কালি লোকাতে হয় না, তেল চপচপে মাথা নিয়ে তৈলাক্ত মুখ নিয়ে যাকে ভিডিও কল করা যায়, দিনের যে কোনো সময় যাকে অনবরত ফোন করে জ্বালানো যায়। ক্রিম লাগিয়ে গায়ের রং লোকাতে হয় না যার কাছে। যার কাছে ব্যর্থতা নিয়ে কথা বললেও 'হেরে গেছি' মনে হয় না।😌 কোনো "এচিভমেন্ট" এর কথা যাকে সবথেকে আগে বলতে ইচ্ছে করে।। যার কাছে অবলীলায় আবদার করা যায়, কারনে অকারণে যায় উপর অভিমান করা, ঝগড়া করা যায়।। যে নিজের দোষ না জেনেও মাথা নীচু করে বলে , 'উফ্ এত ঝগরুটি কেন তুই'? , আয় কাছে আয়। যার কাছে শ্যূন্য পকেট নিয়ে যেতে দ্বিধা বোধ হয় না। 😌বেকার জেনেও যে আগলে রাখে, খারাপ সময় যে বলে "আমি তো আছি " যেখানে চোখ ফুলিয়ে কাদঁলেও দূর্বল লাগে না নিজেকে। 'সম্পর্কটা আর মনে হয় টিকবে না' ভেবেও ,তার এক ডাকে ছুটে যাওয়া যায়, যার সাথে সারা জীবন কাটানো যাবে না ভেবেও ,যাকে ছাড়া এক মূহুর্তেও কাটে না😌, যার একটা মেসেজের জন্য বারবার ফোন চেক করা যায়, যার একটা ফোনের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা যায়।।😌 ---
এটাই প্রেম এটাই ভালোবাসা।
প্রেম মানে 'কমফোর্ট জোন'। ️
#সংগৃহীত
Shaunak Basu
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟
Damayanti Bhattacharya
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟
Himanshu Sinha
تبصرہ حذف کریں۔
کیا آپ واقعی اس تبصرہ کو حذف کرنا چاہتے ہیں؟