কবিতা: অচিন পথ
কবি: নাজিম খান
ছন্দ: মাত্রাবৃত্ত
অচিন পথে হাটছি একা নেইকো কেউ পাশে,
মনের কথা মনে রইল কেউ না ভালো বাসে।
একা জীবন লাগছে ভালো কাটুক তবে একা,
মনের মতো কোনো মানবী পাইনে আমি দেখা।
অচল পথে চলছি তবু নেইতো কোনো মানে,
একাকিত্বের বিষাদ সুর বাজে আমার কানে।
চাঁদও দেখি আমার মতো একলা চেয়ে থাকে,
কখন জানি সজন এসে আগলে তারে রাখে।
এ ধরণীতে আমার মতো আছে কতক জীব,
একলা বসে তাকিয়ে রয় বিরাট কোনো দ্বীপ।
জীবন যায় যৌবন ধায়, এভাবে কাটে বেলা,
চাই এবার কাউকে পাশে করব না তো হেলা।
মনের মতো সুহৃদ তবু খুঁজে বেড়াই আজো,
কৃষ্ণ-ধলা খাটো-লম্বা যা ইচ্ছে তাই সাজো।
বয়স শুধু সংখ্যা গুনি ষাট কি ষোলো কুড়ি,
ভালোবাসায় সবি সমান কচি-জোয়ান-বুড়ি।
কবিতা: ভালোবাসা
কবি: নাজিম খান
ধরন: চতুর্দশপদী (সনেট)
ভালোবাসা মানে হলো শয়নে স্বপনে
একসাথে মিলেমিশে থাকার শপথ,
ভালোবাসা মানেই প্রকাশে বা গোপনে
আজীবন পাশে থাকার দেওয়া মত॥
ভালোবাসা মানে আগলিয়ে রাখা পাশে
সারাটা জনম কাটা হাতে হাত রেখে,
ভালোবাসা মানে খোঁজ রাখা প্রতি মাসে
ব্যথিত হওয়া তার নানা দুখ দেখে॥
এমন পিরিত জুটে ভাল্ যার ভালো
আজীবন জ্বলে তার জীবনের আলো,
সত্যিকারের ভালোবাসা আজ নেই
কলিজা ভুনা দিলেও বলবে তা কালো॥
রাগ-অভিমান নিয়ে ভালোবাসা গড়ে—
সবার তো পিরিতের প্রয়োজন পড়ে।