সোনালী দিনে ফিরে যেতে ইচ্ছে হয়,
যত ভাবী তাকে তো ফিরে পাওয়ার নয়।
অতীতের স্মৃতি কেবলই হাতড়ে চলা,
সুখের দিনে ছন্দে ছন্দে কথা বলা।
মেঘেদের ভীরেও দেখি সোনালী রোদ হাসে,
চেনা সেই মুখ অন্ধকারে ও ফিরে আসে।
রাতজাগা প্রভাতে শুনি বিরহেরা গান গেয়ে যায়,
অনাহুত স্বপ্নেরা আহত মনে বাসর সাজায়।
নিশ্চুপ দাঁড়িয়ে থেকোনা, মিথ্যে ভালোবাসার ভীরে,
নির্ভরতার একটি আকাশ ছিল,
তারপর; আকাশ ভেঙে বৃষ্টি এলো,
সেই বৃষ্টিতে ভেসে গেলাম।
আগমন আর প্রস্থানের হিসেবটা, বরাবর অমিল থাকে।
স্বপ্ন গুলো আজ বন্দী হলুদ খামে,
ঠিকানা খুঁজে৷ পাইনি ---
তাই উড়িয়ে দিলাম নীল আকাশের নামে।

Maya Chandi
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Diyasha Roy
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Rupayan Banerjee
Delete Comment
Are you sure that you want to delete this comment ?