ফাল্গুনের বিকেলে,
আমার ছোট্ট ব্যালকনিতে
একলা বসে আছি কফির কাপ হাতে।
একটা অবাধ্য কোকিল
ডেকেই চলেছে শিমুল গাছটা থেকে।
শিমুল ফুলের আগুন রঙের তাপ
যেন ছড়িয়ে দিচ্ছে দিকে দিকে।।
ভাবনা গুলো পেয়ে বসে এই সময়,
ইচ্ছে হয় ওই গাছটার নিচে গিয়ে বসি।
হঠাৎ একটা ফুল আমাকে ছুঁয়ে গেলে
চমকে উঠি, ঠিক যেন তোমার ছোঁয়া।
দমকা হাওয়া ধুলো উড়িয়ে আমার
কানে কানে এসে বলে 'কি সুন্দর রে তুই!'
যেমন তুমি বলো, আমি লজ্জায় চোখ নামাই।।
তোমার সাথে লুকোচুড়ি খেলতে খেলতে
কখন যেন সন্ধ্যা নেবে আসে,
আমার শুকতাড়া, হাতটা ধরে
তুমি বলো 'এবার ফিরতে হবে'।
একটা যান্ত্রিক আওয়াজে ঘোর ভাঙে,
পাশে রাখা ফোনটা বেজে চলেছে।
ধরতেই ওপ্রান্তে তোমার গলা,
"কি করছিসরে তুই?"
দেবমিতা
Rupayan Banerjee
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Aritra Sen
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Soham Sahoo
Delete Comment
Are you sure that you want to delete this comment ?