লেখক: জয়াশিস ঘোষ
রোদ্দুর রায়কে কে বানিয়েছে? আমরা। যত খিল্লি করেছি, তত ভিউ বেড়েছে ওর ইউটিউব চ্যানেলে। শুধু রোদ্দুর রায়? রাণু মন্ডল? বা ছোট বাচ্চাকে মারার ভিডিও? হাজার হাজার লাইক কমেন্টের জন্য যে যা খুশী লিখছে, গান গাইছে, অঙ্গভঙ্গি করছে বা আজেবাজে থিওরি দিচ্ছে। কেউ করোনার ওষুধ আবিষ্কার করছে। কেউ সাম্প্রদায়িক গরম ডায়লগ দিচ্ছে। আর আমরা? এদের সাদরে বরণ করছি। এদের পোস্ট ভাইরাল হচ্ছে। ছড়িয়ে যাচ্ছে সেকেন্ডে।
একবারো দেখছি কি তার এফেক্ট কেমন? বিখ্যাত হওয়ার জন্য মানুষ তার প্রেমিকার গোপন মুহুর্তের ছবি ফাঁস করে দিচ্ছে। আত্মহত্যার লাইভ দিচ্ছে। ওপেন বডি শেমিং করছে। তার সাথে সমাজে এসে পড়ছে এক অন্ধকার। সবাইকে বিখ্যাত হতে হবে। তাই মরার আগে মেরে ফেলছি মানুষকে।
যা আমরা ডিজার্ভ করি তাই পাবো। তার জন্য হায় হায় করে লাভ নেই৷ সবার আগে আয়না দেখা প্রয়োজন।
Rathin Halder
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Joya Roy
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Parikshit Sengupta
Delete Comment
Are you sure that you want to delete this comment ?