***মহিমা অপার***
মহাকালের মহালয়ে হচ্ছে কতই সৃষ্টি স্থিতি আর লয়,
যুগ যুগ ধরে জীবন চেতনায় অমৃত সত্তারই হয় জয়,
নাই ভয়, নাই ভয় অমৃতপুত্র তোমার সত্তা সচ্চিদানন্দময় ৷
পরিনতি যখন পরিনত হয়ে জীবন আনন্দময়, সৃজন প্রগতি নব উদ্দমে করে জড়া ব্যধি আর মরনের করে ক্ষয় ৷
ভালোবাসায় পূর্ন হতেই চেতনা দিয়েছ হেদয়াময়,
জগৎ সংসার নয় কিম্ভূত কিমাকার নিরাকারে নিরাশ্রয়,
ঈশ্বর সার্থক সাকারে আশ্রয় দিতে তাই যুগে যুগে আবির্ভূত হয় ৷
পরমদয়াল প্রভূ পুরুষোত্তম সকলেরই সৎআশ্রয়,
শান্তি স্বস্তি তোমারই নামগানে তুমি অক্ষয় অব্যয় ৷
ধর্ম্মের গ্লানি হলে যিনি ধরায় আসি ভূভার হরিয়া লয় ,
নররূপে তিঁনি নারায়ন শ্রীহরি অমৃত বাণি কয় ৷
সনাতনে যে সুরতান বয় তাই ধরেই হয় মানুষের উদ্ধার,
মানুষের লাগি নেমে আসেন শ্রীহরি করিতে প্রেমের কারবার,
অজ্ঞ জীব মোরা বুঝি না প্রভূ তাই তুমি আসো বার বার ৷
কিসের মোহে ভ্রমে ভ্রামায়িত মহামায়ার এই মহাবিশ্ব সংসার ৷
অষ্টপাশে বদ্ধহয়ে আমরা অন্ধ দন্দে বলি আমার আমার,
চোখ বুজিলে পরেথাকে সব ভবের হাটবাজার, ভেবেদেখ মন কে তুমি আর কি কারনে এই জগৎ সংসার ৷
মর্তে মানুষ মত্ত হয়েছে করতে অজানা কারবার,
আত্ত তত্ত বিনা যায় না বুঝা দয়াময় কূলমালিক সকল জীবনের আধার ৷
জয়গুরু প্রণাম
চাঁদের দীপ্তি ১৬/০৯/২০২০
Debolina Kundu
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?
Tanya Mallick
Ta bort kommentar
Är du säker på att du vill ta bort den här kommentaren?