আপনার নিজের কেউ PPE পরে ডিউটি করেও কোভিড পজিটিভ হয়েছে?আপনি জানেন PPE পরে ঘন্টার পর ঘন্টা থাকা কেমন কষ্টের?আপনার নিজের কেউ কোভিড পজিটিভ হবার জন্য পাড়ায় একঘরে হয়েছে?আপনার নিজের খুব প্রিয়জন post covid এতটাই দুর্বল হয়ে গেছে যে বেশিক্ষণ কোন support ছাড়া একা দাঁড়াতে পারছে না?আপনি জানেন post covid কতটা weight loss হচ্ছে?
আমার নিজের বাড়ীতে এখনো পর্যন্ত কেউ কোভিড পজিটিভ না কিন্তু উপরে যা যা লিখলাম এর প্রতিটি আমার বহু প্রিয়জনের হয়েছে এবং এদের প্রত্যেকের বয়স ২০-৫০।
সারা পৃথিবী অতিমারীর কুফল ভোগ করছে আর যাদের পরিচিত কেউ এখনো এর আঁচ পায় নি...তারাই সম্ভবতঃ এখনো হাইকোর্টের নির্দেশের বিরূদ্ধে কথা বলছে।যারা দুর্গাপূজার সময় বেচাকেনা করে দিন গুজরান করেন,তাদের দুঃখে যারা কাতর হচ্ছেন তারা বরং স্বাভাবিক জীবন ফিরে এলে আর দৃষ্টিকটু রকমের দরদাম না করে এদের থেকে জিনিস কিনবেন,কোন গরিব বাচ্চাকে দেখলে বরং তাকে পেটভরে এমন কিছু খাবার কিনে দেবেন...যাতে কিছু পুণ্য হয়।
Vipin Sharma
מחק תגובה
האם אתה בטוח שברצונך למחוק את התגובה הזו?