***পরিবর্তনের আবর্তন***
এ কেমন যুগ এসেছেরে ভাই,
সবাই কেমন মেকি চলে বলে,
সরলতা আর নাই!
তাড়াহুড়ো আর ব্যস্ততাতে প্রাণকরে আইঢাই, বেসামালে বিপদ আপদ,
হয়রানিতেই শেষ ঠাঁই ৷
কিসের এত বাড় বাড়ন্ত ,
এত কেন সবাই পরিশ্রান্ত,
আবিস্কারও হচ্ছে কত দূর্দান্ত,
তবুও জীবনটাই হচ্ছে পুরে ছাঁই ৷
আগের দিনের মানুষগুলো,
একে একে সব হারিয়ে গেলো,
নুতন মানুষ অনেক এলো,
পরিবার ভেঙে ভিন্ন হলো,
তবুও স্বস্তি কারো নাই ৷
আত্তস্বার্থের কষাই খানা,
আর্তনাদের কারখানা,
রাজনীতিতে চলে বেচা কেনা,
করের বোঝা আর দাও জরিমানা,
তবুও আমরা মরেও বাঁচি,
বাঁচতে যে সবাই চাই ৷
বিড়ম্বনায় হইনা কাবু ,
গলা উঁচিয়ে বোলছি তবু,
জীবন ভুলে বলে জিন্দাবাদ ,
খবর ওয়ালা করে কত সংবাদ ,
বিবাদেরই দেখি বেশি আবাদ ৷
ছেলে মেয়ের শিক্ষা চাই চাকরি চাই,
টাকার ধান্ধায় তাই ঘুরে বেড়াই ৷
নেতা মন্ত্রির সাথে থাকলে যোগ,
সুবিধা পাবে সুযোগ পাবে,
কেটে যাবে দূর্ভোগ ৷
কি এক ভাইরাস জগতে দখল নিলো,
যানবাহন সকল বন্ধ হলো,
সুযোগ বুঝে অনেকে কামিয়ে নিলো,
অনেক লোক আবার মরেও গেলো ৷
জিনিস পত্রের দাম হয়েছে দ্বিগুন,
ট্রেনে বাসে মানুষ জ্বালছে আগুন ৷
পরিবর্তন তো অনেক হয়েছে,
মনুষত্তটাই যে হারিয়ে গেছে,
নিজের মতই সবাই বাঁচতে চেয়েছে,
হাঁটতে হাঁটতে কত পথেই মরেগেছে ৷
ধ্বংসের পথে আজ মানব জাতি,
আদর্শ বিহীন জীবন গতি,
দেশে দেশে যুদ্ধের প্রস্তুতি ,
ভয়ঙ্কর হবে শেষ পরিনতি
জেগে না উঠলে সবাই ৷
চাঁদের দীপ্তি
Rheetuparna Ghosh
Yorum Sil
Bu yorumu silmek istediğinizden emin misiniz?