4 yrs ·Translate

ভাবতে ভাবতে ভবের দেশে ,
আশা আর যাওয়া কত কত বেশে ৷
অভাবের এই শূন্য আকাশে,
শান্তি স্বস্তি তব এক তাঁরই প্রেমে ভাসে ৷
ভবরঞ্জনে দেখ ভাবের আবেশে,
কে কোথা যায় কত কত দেশে ৷
সত্তার ভাব সন্ত সকাশে,
অমৃত প্রেম ছুটেছে পরমাত্ত আকাশে ৷
সন্ত ভাবে হয় অস্তিত্তের উপাসনা,
জীবনানন্দের লাগি মহানাম দেয় পরমসন্তের সেই তাঁরই ঠিকানা ৷
সন্তসুরত ভাসে অলখ, অগমেরও উপরে,
পরমঅস্তিত্ত হতেই জীবনরষ্মি পড়ে ঝড়ে ৷
কালের কলুশ নাশে মহানামের মননে,
চেয়ে দেখ যদি আপন হৃদয় গগনে ৷

চাঁদের দীপ্তি
জয়গুরু প্রণাম

image