বলছি এক ললনার কথা ।
হাটি হাটি পা পা, এলো এক ললনা,
দেখিতে লাগিলাম তাকে ।
খোপা বাধা চুল, প্রাণ খোলা হাসি,
কত সুন্দরই না তার সাজ ।
সে যে হেসে যায়, হেসে চলে যায়,
চোখে তার এক মিলন লাজ ।
কেশদাম তাহার যেন ফুলেরই বাহার,
হার মেনে যায় সবাই।
ছোট ছোট পুষ্প-কন্যা যেন কহে ডাকিয়া তাহারে,
“হায়! একি বিধাতার কারবার!” ।
কত সহস্র রাত জাগি, এঁকেছি তোমারি ছবি,
সে কি জানো তবে মোর কথা? মিত্র মেনে মনে, তোকে রাখিব স্বরণে,
এহি মোর প্রার্থণা ।
পাগল এক আমি, করি পাগলামি,
নিয়ো না মনে তুমি রূপবতী ললনা ।
হে মিত্র, তবে তুমি পুজো কাহারি জন্যে?
পুজো যদি তবে তুমি এই অধমেরই জন্যে ।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Meenee Chattopadhaya
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Sannyukta (Misty) Sinha
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Summit Sen
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Arghadeep Sirkar
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟
Aaditya Tripathy
حذف نظر
آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟