Posts
Mga gumagamit
Mga pahina
Grupo
Blog
Merkado
Mga kaganapan
Mga laro
Forum
Mga pelikula
Mga trabaho
Mga pondo
নব্বইয়ের মাঝামাঝি থেকে আমরা যারা ক্রিকেট দেখতে দেখতে বড়ো হচ্ছি, তারা মোটামুটি প্রতিটা ম্যাচেই একটা কমন দৃশ্য দেখতাম। অপজিশন ব্যাটসম্যান বলটা ফাইন লেগের কাছে পাঠিয়ে রান নিচ্ছে। সার্কেলের ভিতরে থাকা স্কোয়ার লেগ হাত তুলে ফাইন লেগকে তাড়াতাড়ি বলটা থামাতে বলছে। ফাইন লেগে সাধারণতঃ প্রসাদ বা শ্রীনাথ ফিল্ডিং করতেন। তাঁদের কাঁধে যথেস্ট জোর ছিলনা। তাই বোলিং একশনে বল থ্রো করতেন। ব্যাটসম্যান কয়েকটি এক্সট্রা সেকেন্ড পেতেন দ্বিতীয় রানটি কমপ্লিট করতে। এক জাদেজা, আজহার, রবিন সিংহ বাদে মোটামুটি বাকি টিম এককথায় জঘন্য গ্রাউন্ড ফিল্ডিং করত। আমরা হিংসুটে চোখে তাকিয়ে থাকতাম অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার দিকে।
ভারত ভীষণ খারাপ রান চেজার ছিল। আড়াইশোর আশপাশ হলেই এবং শচীন ব্যর্থ হলেই অবধারিত হারত। শারজার ফাইনাল এর মতো কয়েকটি গ্লোরিয়াস একসেপসনকে নিয়ে তাই দিস্তে দিস্তে সাহিত্য হতো। ফিনিশার বলে টিমে কিছু ছিলনা। আমরা বেভানকে হিংসে করতুম।
ব্যাটসম্যান-উইকেটকিপার বলে কিছু আমাদের ছিল না। ব্যাটিংয়ের লেজটি তাই ভীষণ লম্বা ছিল। আমরা গিলক্রিস্ট, পারোরে, মঈন , স্টুয়ার্ট,রিড্লি জ্যাকবসকে দেখে হিংসেয় জ্বলতুম।
দেশের মাটিতে কুম্বলে টেস্ট জেতাতেন। কিন্ত বাইরে গেলে ম্যাকগ্রা, ডোনাল্ড, ওয়ালস, এম্ব্রোসরা জীবণ দুর্বিষহ করে তুলতেন। খুব চাইতাম আমাদেরও নাকের পাশ দিয়ে সাইসাঁই বল ছোটানো বল করার লোক আসুক। এব্যাপারে সবচেয়ে বেশি হিংসে করতাম পাকিস্তানকে।
আজ, এই দুহাজার উনিশে, কোহলিরা ভারতীয় ফিল্ডিংকে মিথিকাল স্টান্ডার্ড নিয়ে গেছেন। বড়ো রান চেজ করাতে ভারত আজ অদ্ভুত ধারাবাহিক। ফিনিসর এবং উইকেটকিপার হিসেবে নিজেকে কিংবদন্তির পর্যায়ে নিয়ে গেছেন ধোনি। বুমরাহ, সামিরা গতির তুফান তুলছেন বিদেশে।
সব চাওয়াগুলোই পাওয়া হয়ে গেছে। কিন্ত মুশকিল হলো চাওয়াগুলোই হারিয়ে গেছে কবে। সেই গৌতম ভট্টাচার্য্যর কলম পড়ার অপেক্ষা, ভারতের ওভারসিজ ট্যুরের সংগে সংগে বডিক্লক বদলে ফেলা, শচীন ব্যাট করলে দমবন্ধ করে বসে থাকা আর কখনও সখনও ভারত জিতে গেলে আবেগে ফেটে পড়া-সব হারিয়ে গেছে। আজকাল খেলাটাকে ভালোবেসে,বালিশে ঠেস দিয়ে খেলা দেখি। জিতলে আনন্দ হয়।হারলে দুঃখ। ব্যস ওইটুকু।
খুব জানতে ইচ্ছে হয়,এই বদলে যাওয়া, তা কি আমার একান্ত ব্যক্তিগত?নাকি আমার প্রজন্মের অনেকেই এই একই সমস্যায় জারিত?
Lekhata amr noy, j likheche tar lekhatar lst ktha gulo khub besi mon ta k chuyeche, prosno ta sobar hyto akhnkar mnuser, hariye jawa ta ato sundor kore dhoreche lekhar mdhye diye, j na share kore parlmna) অসাধারণ :heart:
Amit Chakraborty
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
Arghadeep Sirkar
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?
Summit Sen
Tanggalin ang Komento
Sigurado ka bang gusto mong tanggalin ang komentong ito?